價格:免費
更新日期:2018-11-20
檔案大小:3.8M
目前版本:1.1
版本需求:Android 4.1 以上版本
官方網站:http://www.sh2technology.com
Email:sh2technology@gmail.com
মানুষ সামাজিক জীব। তাই সমাজবদ্ধ হয়ে আমাদের বসবাস করতে হয়। সমাজে বেঁচে থাকার জন্য একে অন্যের সহযোগিতা প্রয়োজন। অর্থাৎ একজন অপরজনের প্রতি নির্ভরশীল। যেহেতু আমাদের সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হয় এবং অন্যের সহযোগিতা প্রয়োজন হয় সেহেতু বিভিনড়ব নিয়ম-কানুনের প্রশড়ব এসে যায়। আর আইন শিক্ষা ব্যতীত এ সকল নিয়ম-কানুন পরিপূর্ণভাবে জানা যায় না।
আমাদের প্রত্যেকের স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে অর্থাৎ অন্য কেউ আমাকে আমার বেঁচে থাকার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বা অন্যায়ভাবে আমাকে আঘাত করবে না, আমার স্বাধীনভাবে চলার পথে কেউ বাঁধা প্রদান করবে না, আমার ধর্ম পালনে কেউ বাঁধা দেবে না, আমার সৎ অর্থ উপার্জনে কেউ বাঁধা দেবে না, আমার স্বাধীন মত প্রকাশে কেউ বাঁধা দেবে না ইত্যাদি। এগুলো আমাদের অধিকার। অনেক অধিকার একজন মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে লাভ করে আবার অনেক অধিকার সরকার বা রাষ্ট্র আইন দ্বারা মানুষকে প্রদান করে। সেই অধিকার অন্য কেউ লংঘন করতে পারে না। যদি কেউ লংঘন করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু সেই অধিকারগুলি আমাদের সকলের জানা নেই। যার ফলে অনেকক্ষেত্রে আমাদের ঠকতে হয় অর্থাৎ আমাদের প্রাপ্য জিনিস আমরা পাই না। আইন জানা থাকলে এমনটি হয় না।
একজন শ্রমিক তার কাজের বিনিময়ে মালিকের নিকট হতে অর্থ বা টাকা পান। কিন্তু অনেক শ্রমিকই জানেন না যে, কাজের বিনিময়ে মালিকের কাছে তার শুধু টাকা পাওনা নয়, আরও অনেক কিছু পাওনা আছে। যেমন: তাকে সুস্থ পরিবেশ দিতে হবে, যেখানে কাজ করবেন সেখানে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা করতে হবে, প্রয়োজন মতো পানি সরবরাহ করতে হবে, তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, মহিলা শ্রমকি হলে তাদের নিরাপত্তা, বিশ্রাম, পরিষ্কার ওয়াশরুম, ব্রেস্ট ফিডিং রুম, শিশুদের জন্য আলাদা রুমের বিশেষ ব্যবস্থা করতে হবে ইত্যাদি।
পরিবারের কোন ব্যক্তি মারা গেলে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তিতে ছেলে-মেয়ে ছাড়া আরো অনেকের অধিকার রয়েছে। কিন্তু আইন না জানা থাকার কারণে অনেক ওয়ারিশ বঞ্চিত হন।
শুধু শ্রমিক বা পরিবার নয়- ব্যবসায়ী, চাকুরিজীবী, শিল্পপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাবিক, ক্সসনিকসহ সমাজের প্রত্যেক শ্রেণির মানুষের অনেক অধিকার রয়েছে। আইন না জানা থাকার কারণে অনেকেই সেই অধিকার থেকে বঞ্চিত হন।
আইন অধ্যয়নের মাধ্যমে এই সকল অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।